Wellcome to National Portal
বিদ্যুৎ জাতীয় সম্পদ, আসুন বিদ্যুৎ অপচয় রোধ করি। ঘর থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখি, বৈদ্যুতিক দুর্ঘটনা এড়িয়ে চলি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি, ঘরে বসেই বিদ্যুৎ বিল দেওয়ার অপূর্ব সুযোগ গ্রহণ করি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি, দূষণমুক্ত পরিবেশ গড়ি। বিদ্যুৎ সাশ্রয়ী ভবন গড়ি, সবুজ ভুবন তৈরি করি।
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
“Emergency Communication in Power Outage”
Details
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সম্মানিত সকল গ্রাহক সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে বিদ্যমান করোনা ভাইরাস সংক্রমন, ঝড়, অতি বর্ষণ ইত্যাদির মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখার লক্ষ্যে বিদ্যুৎ বিভ্রাট জনিত সার্বিক তথ্যাদি জানার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করার জন্য নাটোর পবিস-২ এর আওতায় ‘বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণ কমিটি’ গঠন করা হয়েছে। যার প্রেক্ষিতে নাটোর পবিস-২ এর সার্ভিস এলাকায় যে কোন ধরনের বিদ্যুৎ বিভ্রাট জনিত সমস্যা তাৎক্ষনিকভাবে অবহিত করার লক্ষ্যে সম্মানিত গ্রাহক সদস্যগণকে নিম্নের মোবাইল নম্বরসমূহে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল-


ক্রঃ নং ছবি নাম পদবী মোবাইল নম্বর
০১ মোঃ রাকিবুল হাসান
এজিএম (সদস্য সেবা) অঃ দাঃ ০১৭৬৯ ৪০০ ৬৮২
০২ মোঃ আশরাফুল আলম   পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর ০১৭৬৯ ৪০৪ ০৪০
০৩ মোঃ বাবর আলী
এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ০১৭০৪ ১০৬ ৪৩৫
০৪ মোঃ দাউদ হোসেন হিসাবরক্ষক ০১৭০৪ ১০৬ ৪৩৬
০৫ রবিউল হাসান
সহঃ জুনিঃ ইঞ্জিনিয়ার (ইএন্ডসি) ০১৭০৪ ১০৬ ৪৩৪

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ।

Images
Attachments
Publish Date
01/08/2021
Archieve Date
31/12/2025